পাহাড়তলী থানার লুণ্ঠিত অস্ত্রসহ আটক ২


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 05-11-2024

পাহাড়তলী থানার লুণ্ঠিত অস্ত্রসহ আটক ২

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় ও আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত অস্ত্র, দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড়ে অভিযান চালিয়ে পাহাড়তলী থানা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মাহাবুবুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যান্য লোকজনের সঙ্গে সেও জড়িত ছিল। গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমানের দেওয়া তথ্যে নুর নবীকে গ্রেফতার করা হয়। প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে কর্নেল জোন্স রোড়ের শেষ মাথায় মোবারক আলীর ভাড়াঘর হতে পাহাড়তলী থানা পুলিশের ইউনিফর্ম, ওয়াকিটকি, হ্যান্ডকাপ, পাঁচটি মোবাইল সেট, রেইনকোট, দুটি মোটরসাইকেল পুকুর হতে উদ্ধার করা হয়েছে। আসামিদের তথ্যে ও উপস্থিত সাক্ষীদের সম্মুখে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ যুগান্তরকে বলেন, থানা হতে লুণ্ঠিত অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম থানায় ফেরত দেওয়ার জন্য বারবার প্রচার করা হয়েছে। কিন্তু এসব সন্ত্রাসীরা পুলিশের অস্ত্র, মোটরসাইকেল ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। আসামিদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]