গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাগ্নের মৃত্যু


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 05-11-2024

গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাগ্নের মৃত্যু

খুলনায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগ্নে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) গণপিটুনিতে নিহত হয়েছেন।

সোমবার সকালে মহানগরীর দৌলতপুরের আঞ্জুমান মসজিদ রোডে যৌথবাহিনীর অভিযান চলাকালে দৌড়ে পালাতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হন বলে জানা গেছে। রূপম আঞ্জুমান মসজিদ রোডের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।

যৌথবাহিনীর একটি সূত্র জানায়, সোমবার ভোর ৫টা থেকে সকাল ১০ পর্যন্ত খুলনা মহানগরীর দৌলতপুরের আঞ্জুমান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় রূপম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন জনগণ তাকে ধরে গণপিটুনি দেয়। পরে যৌথবাহিনীর সদস্যরা তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযান চলাকালে ২৭ বোতল ফেনসিডিল ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে নিহত রূপম র‌্যাবের হাতে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়েছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, আমরা শুনেছি দুই গ্রুপের মারামারিতে একজন আহত হন। পরে তাকে যৌথবাহিনীর সদস্যরা খুমেক হাসপাতালে ভর্তি করেন। ওই ব্যক্তির নাম রূপম। পরে হাসপাতাল থেকে আমাদের কাছে প্রতিবেদন দিয়েছে, সে (রূপম) পাবলিকলি অ্যাসল্ট।

তিনি আরও বলেন, রূপমের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদকসহ তিনটি মামলা রয়েছে। সন্ধ্যা পৌনে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত খুমেক হাসপাতালে রূপমের লাশ ময়নাতদন্তের কাজ চলছিল। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]