রোহিঙ্গা ক্যাম্পে বিনামূল্যে চোখের চিকিৎসা, সবার মুখে হাসি


প্রেস বিজ্ঞপ্তি : , আপডেট করা হয়েছে : 05-11-2024

রোহিঙ্গা ক্যাম্পে বিনামূল্যে চোখের চিকিৎসা, সবার মুখে হাসি

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে সারাদিনব্যাপী বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সেবাগ্রহীতাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র। এছাড়া চশমা দেওয়ার সেবাসহ যাদের চোখের ছানি ও মাংস বৃদ্ধির সমস্যা রয়েছে তাদেরকে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার সকাল থেকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা এবং সেন্ড অ্যা লিটল হোপ, ইউকে এর সহযোগিতায় এই চিকিৎসা সেবা দেয়া হয়।

এতে ১৬০ জন রোহিঙ্গাকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিনামূল্যে চোখের আধুনিক চিকিৎসা সেবা পেয়ে হাসি ফুটেছে তাঁদের মুখে। সেবা নিতে আসা মানুষজনের মধ্যে ষাটোর্ধ রোগীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

গত ১৭ অক্টোবর ফেনীর চক্ষু ক্যাম্পে প্রায় ৩৫০ জনের অধিক বৃদ্ধ মা-বাবা সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু বিশেষজ্ঞ দ্বারা প্রাথমিক চোখের  চিকিৎসা, চশমা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। এই চক্ষু ক্যাম্পে প্রায় ৮০ জনকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি (ক্যাটারেক্ট) ও নেত্রনালী অপারেশন করে দেয়া হচ্ছে।

প্রতি শুক্রবার ফেনী চক্ষু হাসপাতালে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্পের নির্বাচিত রোগীদের ছানি অপারেশন চলমান রয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]