লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারের স্টুডিও থিয়েটারে ‘যোদ্ধা’


তামান্না হাবিব নিশু , আপডেট করা হয়েছে : 04-11-2024

লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারের স্টুডিও থিয়েটারে ‘যোদ্ধা’

ময়নামতীর ইতিহাসাশ্রয়ী ও কল্পনাশ্রয়ী একটি বিয়োগান্ত নাটক ‘যোদ্ধা’ নিয়ে মঞ্চে আসছে বাংলা মুভমেন্ট থিয়েটার। আগামী ১০ নভেম্বর ২০২৪ লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারের স্টুডিও থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী।

এ প্রসঙ্গে ড. মুকিদ চৌধুরী বলেন, মানুষের ভেতরের উচ্চাকাক্সক্ষা কীভাবে অবচেতন চিন্তায় কুমন্ত্রণা দেয়, কীভাবে মানুষের ভেতরের গোপন বাসনাকে কালসাপের মতো উন্মাদ করে তোলে, স্বাভাবিক নীতিবোধকে অন্ধকারে ঢেকে দেয় এবং হিতাহিতজ্ঞানশূন্য হয়ে সমস্ত বিবেক বিসর্জন দিয়ে আপন মানুষকে, যে তার সবচেয়ে শুভাকাক্সক্ষী তাকে, নির্মমভাবে হত্যা করে। এই হত্যা হতে পারে আর্থিকভাবে অথবা দৈহিকভাবে। তারপর নিজেকে পরিচ্ছন্ন রাখার প্রয়াসে একের-পর-এক বিধ্বংসী ও অমানুষিক পৈশাচিক কর্মকা- চালিয়ে যায়। অবশেষে নৃশংস হত্যা ও পাপকর্মের পরিণামস্বরূপ এই মানুষ নামের জীবটিরও মৃত্যু ঘটে শোচনীয়ভাবে। এই পাপাচার ও তার পরিণামের এক মর্মবিদারী বিষয়ই ‘যোদ্ধা’ নাটকের মূল উপজীব্য।

‘যোদ্ধা’ নাটকটি সম্পর্কে কবি ও সাহিত্যিক মাহমুদ নোমান বলেন, ড. মুকিদ চৌধুরীর ভাষার মধ্যে জাদু আছে। ভাষার জাদুর মায়া-গভীর ভাব ও শানিত বোধের খেয়ালে পাঠক আটকা পড়ে সহজেই; নিজেকে সঁপে দেওয়ার আকুলতা উদ্যাপন চমৎকার বুঝিয়ে দিতে পারঙ্গম। ‘যোদ্ধা’ পাঠ করতে করতে আমি যে-পথে এগিয়ে গেছি প্রতিটি বাক্যে আলোড়িত হয়ে। কখনো নিজেকে বিচ্ছিন্ন মনে হয়নি। বিচিত্র দৃশ্যের মুহুর্মুহু আলাপন নিবিড়তা ঘনিষ্ঠ সহযাত্রী করে নিয়েছে। অতিকথন নেই, সরাসরি সহজে পাঠকের অন্তরাত্মার রিলে একেকটা চরিত্রের সফল মঞ্চায়ন। স্মার্ট শব্দগুচ্ছের টান টান উত্তেজনা  যেভাবে ধরে রেখেছেন তা এক কথায় অসামান্য। ড. মুকিদ চৌধুরী ‘যোদ্ধা’ নামকরণে যথার্থে এক কথায় বলতে হয়- বাংলা সাহিত্যে বাংলা ভাষার সৌন্দর্যের চমৎকার এবং সিনা-টান-করা কথাসাহিত্যিকদের কাতারেই এগিয়ে থাকা একজন যোদ্ধা ড. মুকিদ চৌধুরী।

‘যোদ্ধা’ নাটকে অভিনয় করেছেন- অর্ঘ্য বিশ্বাস, আন্নুর আলম, আরিফ আহমেদ, এ্যান্ডি লেনার্ড ডায়েছ, কাউসার ডালিম, কাওছার মিয়া, চন্দ্রকান্ত কামারি, জয়নব বিনতে সাঈদ, পারভেজ আহমেদ, ফারজানা আক্তার, মঈনুল ইসলাম, মোহাম্মদ তালহা কিবরিয়া, মুশফিকুর রহমান, মৌসুমী সামন্ত, রতন দাস, শাহনাজ সুমা, শুভ্র কান্তি দাস সাগর, সাদিয়া ইসলাম সাবা, সানজিদ কবির সানি। এছাড়া নাটকটির নেপথ্যের কুশীলব হিসেবে রয়েছেন: মঞ্চ- ড. হাসনীন চৌধুরী, আলোক সম্পাদক- সোনা মিয়া, প্রক্ষেপক- সাহাব-উদ্দিন আহমেদ বাচ্চু, সংগীত-  শাকিল জয় ও শালীন রাশিদ এশা, বাদ্য- শুভজিৎ সাহা, উপঘ্ন- মিরা দাস ও শুভ্র সাহা, দলপ্রধান-  অর্ঘ্য বিশ্বাস, প্রযোজক- মিঠুন চন্দ্র দাস এবং সহযোগিতায় অ্যা সিজন অফ বাংলা ড্রামা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]