যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা, গ্রেফতার ১


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 04-11-2024

যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা, গ্রেফতার ১

রাজধানীর গেন্ডারিয়ায় চাঞ্চল্যকর ব্যাটারিচালিত অটোরিকশা চালক জিন্নাহ হত্যার ঘটনায় জড়িতের অভিযোগে ফজলে রাব্বি ওরফে কালা নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দিনগত রাত ৩টার দিকে গেন্ডারিয়া কবর স্থানের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।  পরে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

জানা গেছে, জিন্নাহ হত্যার ঘটনায় চলতি বছরের গত ২৩ সেপ্টেম্বর জিন্নাহর ছেলে ইউসুফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে গেন্ডারিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। 

এজাহার সূত্রে জানা যায়, জিন্নাহ গত ২১ সেপ্টেম্বর রাত ১২টায় গেন্ডারিয়ার জুরাইন এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশে বের হয়েছিলেন। ভিকটিম পোস্তগোলা এলাকা থেকে অজ্ঞাতনামা দুজন যাত্রী নিয়ে গেন্ডারিয়া থানার আঞ্জুমান কবর স্থানের সামনে পোঁছলে ওই দুজন যাত্রী পিছন থেকে তাকে ধারাল অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে। একপর্যায়ে জিন্নাহর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অজ্ঞাতনামা দুজন যাত্রী পালিয়ে যায়। উপস্থিত লোকজন ভুক্তভোগী জিন্নাহকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ফজলে রাব্বি ওরফে কালাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতের স্বীকার করেছে কালা জিন্নাহ।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, কালা জিন্নাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]