মোহনপুরে সড়ক দুর্ঘটনা রোধে রাস্তায় নেমেছে পুলিশ


মোহনপুর প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 03-11-2024

মোহনপুরে সড়ক দুর্ঘটনা রোধে রাস্তায় নেমেছে পুলিশ
রাজশাহীর মোহনপুর উপজেলায় সম্প্রতি সড়কে দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েই চলেছে। গত এক সপ্তাহে অন্তত ৮ জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। এই কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় সক্রিয় হয়েছে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা সদরে বিশেষ চেকপোস্ট বসিয়ে ট্রাফিকিং কার্যক্রম শুরু করে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ। এসময় রাস্তায় চলাচল করা সকল যানবাহন থামিয়ে কাগজপত্র যাচায় বাছাই করা হয়। 
আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ চেকপোস্টে উপস্থিত ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ (টিআই) রবিউল ইসলাম, মোহনপুর থানার এসআই নুরুল ইসলাম, এএসআই আকবর হোসেন, টিএএসআই বাবলুর রশিদ, টিএএসআই সোহেল রানা, টিএএসআই হেলাল উদ্দিনসহ  ট্রাফিক বিভাগ ও থানার পুলিশ সদস্যরা।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান বলেন, সকাল থেকে চলা বিশেষ চেকপোস্টে কাগজপত্র সঠিক না থাকায় ১৫ টি যানবাহন ও চালকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়। পাশাপাশি তাৎক্ষণিক কোন কাগজপত্র দেখাতে না পারায় ১১ টি মোটরযান থানায় আটক করা হয়। এছাড়াও সড়কে দুর্ঘটনা কমাতে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ (টিআই) রবিউল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ চেকপোস্টে কাগজ পথ সঠিক না থাকায় ১৫ যানবাহনও চালকদের জরিমানা করাসহ মামলা দেওয়া হয়েছে। রাস্তায় চলাচলকারি সকল যানবাহন এবং চালকদেরকে ট্রাফিক আইন মেনে চলা ও সচেতন করার উদ্যোশ্যে বিশেষ এই চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ নিয়মিত বিশেষ চেকপোস্টে কার্যক্রম অব্যাহত রাখবে।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]