শাহরুখ,জাহ্নবীর বাড়িতে আপনিও থাকতে পারবেন !


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 03-11-2024

শাহরুখ,জাহ্নবীর বাড়িতে আপনিও থাকতে পারবেন !

আপনি চাইলেই থাকতে পারবেন শাহরুখ খান, জাহ্নবী কপূর, যুবরাজ সিংহদের বিলাসবহুল বাড়ি বা বাংলোয়। সে জন্য শুধু একটু বড় অঙ্কের রুপি খসাতে হবে। জনপ্রিয় একটি বাণিজ্যিক সংস্থা এই সুযোগ করে দিচ্ছে। ইদানীং বেড়াতে বা কাজে গিয়ে হোটেলে ওঠার বদলে কোন ফ্ল্যাট, বাড়ি, বাংলো বেশ কয়েক দিনের জন্য ভাড়ায় নেওয়ার চল হয়েছে। এর একাধিক সুবিধাও আছে। অনেক ক্ষেত্রে হোটেলে থাকার চেয়ে এ ভাবে থাকলে খরচ কম হয়। আবার এখানে রান্নার জিনিসপত্র, ফ্রিজ থাকায় নিজের মতো রান্না করে খাওয়া যায় বা ঘরোয়া পরিবেশে থাকা যায়।

এমনই একটি বাণিজ্যিক সংস্থার হাত ধরেই আপনিও পা রাখতে পারেন তারকাদের বাড়ির অন্দরে।

শাহরুখের বাড়ি

‘মন্নত’-এর কথা অনেকেই জানেন। মুম্বইয়ের বিলাসবহুল এই বাড়িতেই সপরিবার থাকেন শাহরুখ। তবে ‘মন্নত’ নয়, আপনি চাইলে থাকার সুযোগ পেতে পারেন দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে শাহরুখ, গৌরীর আর একটি বাড়িতে। বর্তমানে মুম্বাই নিবাসী হলেও শাহরুখ-গৌরীর বহু স্মৃতি জড়িয়ে রয়েছে দিল্লির এই বাড়িটির সঙ্গে। শাহরুখের স্ত্রী একজন নামাজাদা অন্দরসজ্জা শিল্পী। বাড়িটি তিনি নিজে হাতে সাজিয়েছেন। বাড়ির আনাচকানাচে তারকার ছোঁয়া লাগা নানা রকম জিনিসপত্রও রয়েছে। তাঁর সন্তানদের ছোটবেলার জিনিসপত্রও শোভা পায় এখানে। 

গত ৩ বছর ধরে শাহরুখ-গৌরীর বাড়িটি  ভাড়া দেওয়া হচ্ছে। শোনা যায়, এখানে এক রাতের ভাড়া ২ লক্ষ টাকা। বিলাসবহুল এই বাড়িতে গেলে, প্রথমেই অতিথি পাবেন গৌরী খানের হাতে লেখা অভ্যর্থনাপত্র। থাকবে তারকা দম্পতির পছন্দের খাবার দিয়ে সাজানো বিশেষ মেনু, শাহরুখের হিট ছবি দেখার ব্যবস্থা। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলাসবহুল গাড়িতে অতিথিকে আনা হবে এবং পৌঁছেও দেওয়া হবে।

জাহ্নবীর বাংলো

বলিউডে অভিনেত্রী হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছেন জাহ্নবী কপূর। চেন্নাইয়ে তাঁরই বিলাসবহুল বাড়িতে এখন থাকার সুযোগ পাবেন অতিথিরা। বাড়িটি কিনেছিলেন জাহ্নবীর মা শ্রীদেবী। তবে পুরো বাংলো নয়, একটি শোয়ার ঘর এবং স্নানঘর-সহ বেশ কিছুটা জায়গা ব্যবহারের ছাড়পত্র পাবেন অতিথিরা। প্রতি রাতে দু’জন মাত্র অতিথি থাকতে পারবেন এখানে।

চেন্নাইয়ের আক্কারাই সমুদ্রসৈকতের কাছে ইস্ট কোস্ট রোডে রয়েছে বাংলোটি। বিশাল বাগানে শোভা পাচ্ছে সাদা বাড়িটি। সাজানো বাগানে রয়েছে ফোয়ারা।

ছিমছাম সাজানো বাংলোটির সর্বত্রই রুচির ছাপ। অতিথিরা একটি ঘর ব্যবহার করতে পারলেও পুরো বাংলো তাঁরা ঘুরে দেখতে পারবেন। কাপূর পরিবারের বহু স্মৃতি জড়িয়ে এখানে। রয়েছে তাঁদের ব্যবহার করা জিনিসপত্রও। সেই সব স্মৃতিকথা তুলে ধরা হবে অতিথিদের কাছে। এখানে অতিথিদের জন্য মেনুতে থাকবে দক্ষিণ ভারতের জনপ্রিয় পদ, অন্ধ্রের বিরিয়ানি, পেসারাত্তু দোসা, পালকোভা। বিশাল বাড়িতে রয়েছে খুব সুন্দর একটি সুইমিং পুল।

এখানে থাকতে গেলে, কত টাকা ভাড়া দিতে হবে তা অবশ্য স্পষ্ট নয়। তবে টাকার অঙ্ক যে বড়মাপের হবে, তা অনুমেয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]