তাহিরপুরে চোরাচালান প্রতিরোধে বিজিবির জনসচেতনতা মূলক সভা


মোজাম্মেল আলম ভূঁইয়া (সুনামগঞ্জ প্রতিনিধি): , আপডেট করা হয়েছে : 03-11-2024

তাহিরপুরে চোরাচালান প্রতিরোধে  বিজিবির জনসচেতনতা মূলক সভা

সুনামগঞ্জ জেলার বহুল আলোচিত তাহিরপুর উপজেলা সীমান্তের চোরাচালান ও মৃত্যু প্রতিরোধের জন্য জন সচেতনতা মূলক সভা করেছে বিজিবি। সভায় উপস্থিত অসহায় হতদরিদ্রদের মাঝে বিভিন্ন প্রকার পন্যসামগ্রী বিতরন করা হয়।

আজ শনিবার (২ নভেম্বর) দুপুরে সীমান্তের টেকেরঘাট বিওপি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে.কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন- সীমান্তে অনাকাংকিত মৃত্যু, একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। দরিদ্র মানুষরা মানুষজন যাহাতে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম না করে সে জন্য সীমান্তে বসবাসকারী জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে হবে।

বিজিবি অধিনায়ক আরো বলেন- সীমান্ত চোরাচালানের সাথে গুটি কয়েক মানুষ জড়িত। তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কেউ ছাড় পাবে না। সবাই মিলে চেষ্টা করলে সীমান্ত চোরাচালান শূণ্যের কোটায় নামিয়ে এসে অপমৃত্যু বন্ধ করা সম্ভব। তার জন্য সীমান্তবাসীকে সচেতন হতে হবে।

তিনি বলেন- কিছু অসাধু ব্যবসায়ী তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য দিন মজুর, গরীব, দুঃস্থ্য শ্রমিকদের ব্যবহার করছে। তাদেরকে দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বালি, পাথর এবং কয়লা এনে ব্যবসা করছে। এই পেশাগত পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পর্যটন এলাকায় অটোরিক্সা ও বাইকসহ আরো ভিন্ন ব্যবসা করার সুযোগ রয়েছে। এছাড়াও এই হাওরে এলাকায় মাছ ধরা, গবাদিপশুশু পালনে এগিয়ে আসতে হবে।

তাহিরপুর সীমান্তে অনাকাংকিত ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচাঁর এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে আয়োজিত সভায় উপস্থতি থেকে আরো বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলোয়ার হোসেন, চাঁনপুর হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল খালেক, টেকেরঘাট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মর্তুজ আলী ও সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।  


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]