জয়পুরহাট বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-11-2024

জয়পুরহাট বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি
জয়পুরহাটে একই স্থানে শহর ও থানা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় রাজনৈতিক দলের দুটি গ্রুপ জয়পুরহাট পৌর এলাকায় একই সময়ে ও একই স্থানে কাউন্সিল অধিবেশন আহ্বান করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কায় জয়পুরহাট সদর উপজেলায় শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জয়পুরহাট জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের একটি গ্রুপ পৌর এলাকার নতুনহাটে শুক্রবার সকাল ৯টায় এবং অপর গ্রুপ তার পাশেই একটি প্রাথমিক বিদ্যালয়ে একই সময়ে পাল্টাপাল্টি কাউন্সিল অধিবেশন আহ্বান করেছে।

একই সময়ে এবং প্রায় একই স্থানে সম্মেলন আহ্বান করায় বিএনপির উভয় গ্রুপের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শহরজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে।

দলের একটি বড় অংশকে বাদ দিয়ে এককভাবে সম্মেলন আহ্বান করার প্রতিবাদ জানিয়ে গত বুধবার ও বৃহস্পতিবার জয়পুরহাট পৌর ও থানা বিএনপির ব্যানারে বিএনপির একটি অংশ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, শহরের নতুনহাটে জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছেন। যদি কেউ আইন অমান্য করার চেষ্টা করেন, তাহলে কঠোর হস্তে দমন করা হবে।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]