কৃষিবিদ সিডের লেনদেন শুরু ১২ এপ্রিল


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-04-2022

কৃষিবিদ সিডের লেনদেন শুরু ১২ এপ্রিল

প্রাথমিক গণপ্রস্তাবের বিকল্প হিসেবে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে পুঁজিবাজারে কৃষিবিদ সিড লিমিটেডের শেয়ারের লেনদেন শুরু হবে আগামীকাল মঙ্গলবার (১২ এপ্রিল)।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির কোড হচ্ছে- ‘কেবিএসিড’। কোম্পানি কোড- ৬৯০০৫।

ছোট মূলধনী কোম্পানিটি এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করবে। এ লক্ষ্যে কৃষিবিদ সিড গত ১০ এপ্রিল কিউআরওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে বরাদ্দ পাওয়া শেয়ার জমা করেছে।

কৃষিবিদ সিড কিউওআইওর মাধ্যমে পুঁজিবাজারে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করে। উত্তোলিত অর্থ দিয়ে কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

চলতি বছরের ৩১ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৯তম সভায় কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত (জুলাই-সেপ্টেম্বর’২১) সমাপ্ত তিন মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে দশমিক ৬০ পয়সা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কৃষিবিদ সিডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

রাজশাহীর সময় / এম আর


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]