রুয়েটে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী: , আপডেট করা হয়েছে : 31-10-2024

রুয়েটে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ অনুষ্ঠিত হয়েছে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার।

বৃহস্পতিবার বিকেলে রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনারটি। এতে সাইবার ক্রাইম কি, সাইবার অপরাধের ধরণ, বিগত ১বছরে বাংলাদেশে সংঘঠিত বিভিন্ন ধরণের সাইবার ক্রাইমের পরিসংখ্যান, সাইবার ক্রাইম থেকে নিরাপদ থাকতে করণীয়, অভিযোগ দাখিলের পদ্ধতি এবং ভুক্তভোগীদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া প্রতিবছর অক্টোবর মাসব্যাপি পালিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মকান্ড বিষয়ে অবহিত করা হয়।

এবছরের সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য হলো- ‘সচেতন রই, সাইবার স্মার্ট হই’। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুয়েটের নবনিযুক্ত উপাচার্য এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ফিরোজ আলী। সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন) এর রাজশাহী বিভাগীয় ট্রুথ অ্যাম্বাসেডর প্রকৌ. জুনায়েদ আহমেদ। সহ রিসোর্স পার্সন হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন সিসিএ ফাউন্ডেনের স্কিল ডেভেলপমেন্ট ও রিসার্চ সেলের সদস্য মোঃ আব্দুল মুনেম।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সবাই সচেতন হলেই সাইবার অপরাধ প্রতিরোধ করা সম্ভব। সেই সাথে সাইবার বুলিং, ফিশিং, অনলাইন কেনাকাটায় প্রতারণা, অর্থিক প্রতিষ্ঠানসমূহের অর্থ চুরি, হ্যাকিং, তথ্য চুরি প্রভৃতি বিষয়ে জনগণকে সচেতন করতে সরকার, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ ব্যক্তি পরিসর থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। একই সাথে প্রতিবছর অক্টোবরে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের ক্যাম্পেইনে যুক্ত হবার আহবান জানানো হয়।

সেমিনারে রুয়েটের বিভিন্ন বিভাগ ও সিরিজের এক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]