স্কলারস ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহী এর বৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন চলছে


প্রেস বিজ্ঞপ্তি : , আপডেট করা হয়েছে : 29-10-2024

স্কলারস ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহী এর বৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন চলছে

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে স্কলারস ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহী। এরই অংশ হিসেবে স্কলারস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে 'বৃত্তি প্রকল্প-২০২৪' এর রেজিস্ট্রেশন চলছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তি প্রকল্প সূত্র জানায়, বৃত্তি প্রকল্পে রাজশাহী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। বৃত্তি পরীক্ষায় মোট ৫ লক্ষ টাকা সমমূল্যের বৃত্তি প্রদান করা হবে। প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে একটি ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি ট্যাব এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি স্মার্টফোন প্রদান করা হবে। এছাড়াও ট্যালেন্টপুল এবং সাধারণ এই দুই গ্রেডের রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্টপুলের জন্য জনপ্রতি তিন  হাজার   (৩০০০/-)  টাকা এবং সাধারণ বৃত্তির জন্য জনপ্রতি এক হাজার পাঁচশত (১৫০০/-) টাকা নির্ধারণ করা হয়েছে। 

আগ্রহী শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রেটিনা কোচিং ভবনের কর্নিয়া অফিস থেকে ফরম সংগ্রহ করা যাবে। রেজিস্ট্রেশনের ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এছাড়াও শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ (ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/swt.rajcity) বা গুগল ফর্মের (https://forms.gle/zwXyykspsAHzFMX6A) মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। বৃত্তির পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২০ ডিসেম্বর ২০২৪ইং।

এর আগে গত ২২ অক্টোবর এই বৃত্তি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন স্কলারস ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহীর চেয়ারম্যান ডা. এম. মুর্শেদ জামান মিঞা এবং মহাপরিচালক মো: সিফাত উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি প্রকল্পের পরিচালক মো: ইসমাইল হোসেন হাবিব।

উল্লেখ্য, বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা স্কলারস ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহীর পক্ষ থেকে একটি করে স্কলারস কার্ড পাবেন। যার মাধ্যমে তারা চিকিৎসা সেবা থেকে শুরু করে ভবিষ্যতে পড়াশোনার জন্য আর্থিক সহযোগিতা এবং বিদেশে উচ্চ শিক্ষা লাভের দিক নির্দেশনাও পাবেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]