কর্ণহার থানা পুলিশের অভিযানে গাঁজা-সহ গ্রেপ্তার - ৪


মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী: , আপডেট করা হয়েছে : 28-10-2024

কর্ণহার থানা পুলিশের অভিযানে গাঁজা-সহ গ্রেপ্তার - ৪

রাজশাহী মহানগরী’র কর্ণহার থানা পুলিশের অভিযান ৭৫০ গ্রাম গাঁজা-সহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) রাত সোয়া ৯ টায় মহানগরীর কর্ণহার থানার দারুশা বাজারে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ বাছির (২২), মোঃ ইসমাইল হোসেন (২০), মোঃ সাফিউল ইসলাম (২০) ও মোঃ সাইদ (২৩)। বাছির রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বাজিতপুরে মোঃ বেলাল হোসেনের ছেলে, ইসলাম একই থানার সাহাপুরে মো: দুলাল হোসেনের ছেলে ও সাফিউল ইসলাম বাজিতপুর গ্রামের মো: সদর উদ্দিনের ছেলে,  সাইদ কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণহার থানা পুলিশ জানতে পারে কর্ণহার থানার দারুশা বাজারে তিন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে  ৭৫০ গ্রাম গাঁজা-সহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করে কর্ণহার থানার এসআই মোঃ নরুন্নবী হোসেন ও সঙ্গীয় ফোর্স। 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের সাইদ নামক এক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত গাঁজাগুলো ক্রয় করেছে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআই মোঃ আব্দুল মতিন ও সঙ্গীয় ফোর্স  সোমবার দুপুর সোয়া ২ টায় কাশিয়াডাঙ্গা থানার লিলি হলের মোড় থেকে আসামি সাইদকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে সাইদ জানায়, তারা দীর্ঘদিন যাবৎ একে অপরের সহযোগিতায় গাঁজার ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 

সোমবার সকালে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]