দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্রের হাতে কুক্ষিগত কুষ্টিয়া জেলা সমাজ সেবা কার্যালয়ের সমন্বয় পর্ষদের আংশিক ভোটার তালিকায় ঘোষিত নির্বাচনী তফশিল বাতিল করে পূর্ণাঙ্গ ভোটার তালিকাসহ তফশিল ঘোষানার দাবিতে মানব বন্ধন করেছে বাদপড়া বা বঞ্চিত ভোটার সদস্যরা।
সোমবার বেলা ১১টায় জেলা সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ের সামনে এই মানব বন্ধন করেন তারা।
এমসয় আন্দোলনকারীরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের নানা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, নাগরিক সেবায় গুরুত্বপূর্ণ এই দপ্তরটি নানাবিধ অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত থাকায় এখানে ভালো মনের সদস্যদের বিতারিত করার হীন উদ্দেশ্যে আবারও উঠেপড়ে লেগেছে এখানকার কর্তাবাবুরা’। তবে অভিযোগ অস্বীকার করে বলেন এখানে আংশিক বা পূর্নাঙ্গ বলার কোন সুযোগ নেই। তারা একটি লিখিত দরখাস্ত দিয়েছেন, সেটি দেখে সংযোজন বিয়োজন করার থাকলে তা করা হবে।
এসময় এ্যাভুকেট আব্দুল মাজেদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক বাচ্চু, রবিউল ইসলাম দোলন বক্তব্য রাখেন।