রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত


কাগজ প্রতিবেদক, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 27-10-2024

রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

'জনে জনে জনতা, গড়ে তোলো একতা', 'সাংবাদিক জনতা, গড়ে তোলো একতা,- স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে বিভাগীয় প্রেসক্লাব গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন পূবালী মার্কেটের দ্বিতীয় তলায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক জনাব সাইদুর রহমান। সাধারণ সম্পাদক এস.এম আব্দুল মুগনী নীরোর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজ সেবক মাসুদ রানা সরকার। সিনিয়র সাংবাদিক জনাব সরকার শরিফুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আগামীতে রাজশাহীর তরুণ  সাংবাদিকদের এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাবে। বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আলোচনা সভায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর উপস্থিত সকলের সদস্য সমর্থনে সভাপতি হন জনাব সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন এস.এম আব্দুল মুগনী নীরো। এই নতুন কমিটি আগামী তিন মাসের মধ্যে  আট জেলার সাংবাদিকসহ রাজশাহী মহানগরীর

সাংবাদিকদের নিয়ে  পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। একইসঙ্গে বিভাগীয় প্রেসক্লাব ঢাকা জাতীয় প্রেসক্লাবের অন্তর্ভুক্ত হয়ে সাংবাদিকের  দাবি দাওয়া আদায়ের লক্ষ্যেও কাজ করবে। 

এদিনের সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলার বিবেকের প্রকাশক ও সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান, দৈনিক বাংলাদেশ সমাচারের ব্যুরো প্রধান মোঃ আল-আমিন হোসেন, দৈনিক বাংলাদেশ বুলেটিন রাজশাহীর ব্যুরো মোঃ সানোয়ার আরিফ, দৈনিক উপচার পত্রিকার প্রধান প্রতিবেদক মোঃ নাঈম হোসেন, মুভিবাংলা টেলিভিশনের রাজশাহী জেলা প্রতিনিধি মোঃ রায়হান, বাংলাভিশন টিভির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এসএম সাখাওয়াত জামিল দোলন, সময়ের কাগজের রিপোর্টার অভিলাষ দাশ তমাল, অনলাইন নিউজ পোর্টাল প্রকাশকালের প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার রাজিব আলী (রাতুল), দৈনিক রাজশাহী আলোর মোঃ ফয়সাল হোসেন, আজকের পত্রিকা মাল্টিমিডিয়ার জাহিদ হাসান সাব্বির, দৈনিক আমাদের কন্ঠের মোঃ রবিউল ইসলাম, দৈনিক রুপবানী চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান প্রমুখ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]