রিকশা-মোটরসাইকেলে স্ল্যাব চুরি, ‘মাদকাসক্তরা জড়িত’ বলছেন বাসিন্দারা


ইব্রাহীম হোসেন সম্রাট: , আপডেট করা হয়েছে : 26-10-2024

রিকশা-মোটরসাইকেলে স্ল্যাব চুরি, ‘মাদকাসক্তরা জড়িত’ বলছেন বাসিন্দারা
রাজশাহী নগরীতে বেড়েছে লোহার তৈরি ড্রেনের স্ল্যাব চুরির ঘটনা। নগরীর সিটিহাট থেকে তেরখাদিয়া রোডে প্রায় ৫০০টির মতো স্ল্যাব চুরি গেছে। এ ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় স্ল্যাব চুরি ও ভেঙে পড়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনাও।

দুর্ঘটনা এড়াতে দ্রুত মেরামতের পাশাপাশি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

রাজশাহী সিটি করপোরেশনের ভাষ্যমতে, এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। খুব শিগগিরই এগুলোতে আবার স্ল্যাব বসানো হবে।

শিলিন্দা এলাকার বাসিন্দা ও স্থানীয় মুদিদোকানি আবদুস সোবহান দুই মাস আগে চুরি হওয়া স্ল্যাবের ড্রেনে পড়ে যান। এতে তার ডান পা ভেঙে যায়। ছিলেন এক মাসের বেশি সময় ধরে শয্যাশায়ী। তিনি বলেন, ‘রাতের বেলা দোকান বন্ধ করে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এখানকার প্রায় সব স্ল্যাবই চুরি হয়ে গেছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, বয়সে তরুণ মাদকসেবীরা এই কাজ করছেন। তারা এখানকার স্ল্যাব চুরি করে ভাঙাড়ির দোকানে নিয়ে গিয়ে বিক্রি করছেন। তবে হাতেনাতে ধরাও পড়েছেন কয়েকজন।

স্থানীয় দোকানদার সেলিনা বেগম বলেন, ‘আমি এখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বিক্রি করি। সন্ধ্যার পর অথবা ভোরের দিকে মোটরসাইকেল নিয়ে তারা স্ল্যাব চুরি করছে। এদের বয়সও একদম কম। মাঝেমধ্যে দুয়েকজন ধরাও পড়ছে। ছাড়া পেয়ে আবার চুরি করছে।’

রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার বাসিন্দা সেলিম রেজা বলেন, ‘এই রাস্তায় যান কম চলাচলের কারণে প্রায় মানুষ হাঁটাহাঁটি করে। বিশেষ করে সন্ধ্যার পর ডায়াবেটিস রোগীরা হাঁটাহাঁটি করে। এতে অনেকে দুর্ঘটনার শিকারও হচ্ছেন। এখানে পুলিশের টহল ও নজরদারি বাড়াতে হবে। না হলে এমন চুরি ঘটতেই থাকবে।’

আতিকুর রহমান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন লাখ লাখ টাকা ব্যয় করে সুন্দর ফুটপাতটি নির্মাণ করেছিল। লোহার ফ্রেমের লোভে চোর এখন স্ল্যাবগুলো তুলে নষ্ট করছে।’ তিনি আরও বলেন, ‘ফুটপাত না থাকলেও রাস্তার পাশ দিয়ে হাঁটা যেত। কিন্তু এত সুন্দর ফুটপাত এখন হাঁটার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।’

শনিবার (২৬ অক্টোবর) সকালে চুরি হওয়া স্ল্যাব ও ফ্রেমসহ দুই তরুণকে হাতেনাতে আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই তরুণেরা রিকশায় করে ফ্রেমগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। নগরীর ডাবতলা-সিটিহাট সড়কের বাঁ পাশের ফুটপাত থেকে এগুলো তোলা হয়েছিল।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শেখ সাকিব জানান, ফজরের নামাজ পড়ে তিনি নগরীর বহরমপুর থেকে সিটিহাটের সড়কে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় দেখেন, রিকশায় দুই তরুণ ফুটপাতের স্ল্যাবের লোহার ফ্রেম নিয়ে যাচ্ছেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ফ্রেমগুলো রেখে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে ফ্রেমগুলো নিয়ে নগরের রাজপাড়া থানায় যান সাকিব।

রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুরভি খাতুন বলেন, ‘এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যাদের ধরা হয়েছিল তাদের মাদকাসক্ত মনে হয়েছে। নেশার টাকা জোগাড় করতে তারা এই কাজ করতে পারেন।’

এদিকে রাজশাহী নগরীর বহরমপুর থেকে সিটিহাটের সড়কে দেখা যায়, ফুটপাতের প্রায় ৫০০টি স্ল্যাব ইতোমধ্যে তুলে (চুরি) ফেলা হয়েছে। এসব স্ল্যাবের চারপাশের লোহার ফ্রেমগুলোও খুলে নিয়ে নেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় একটানা ৩০টি পর্যন্ত স্ল্যাব তুলে ফেলা হয়েছে। এতে স্ল্যাববিহীন ওই ফুটপাতে হাঁটাকে বিপজ্জনক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত। কিছুদিন ধরেই এ ঘটনা ঘটছে। আগেই এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। যে স্থানগুলো থেকে স্ল্যাব চুরি হয়েছে সেগুলোতে আবার বসানো হবে।’

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]