রমিজ রাজার মোবাইল রিংটোনে ‘ভারতের ৪৬ রানে অলআউট’


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 26-10-2024

রমিজ রাজার মোবাইল রিংটোনে ‘ভারতের ৪৬ রানে অলআউট’
ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বন্দ্বটা বেশ পুরনো। সুযোগ পেলে একে অন্যকে নিয়ে টিপ্পনী কাটতে ছাড়ে না দু’দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। পাকিস্তানের বাজে অবস্থা নিয়ে প্রায়শই হাসি ঠাট্টা করতে দেখা যায় ভারতীয় সাবেকদের। এবার সুযোগ পেয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বোর্ডপ্রধান রমিজ রাজাও ছাড়লেন না। ভারতকে নিয়ে হাস্যরসে মাতলেন রমিজ।

ভারতকে নিয়ে রমিজ রাজার হাস্যরসের উপলক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে রোহিত শর্মার দলের টেস্টে ৪৬ রানে অলআউট। ভারতের এমন লজ্জাজনক টেস্ট ইনিংসকে নিজের মোবাইলে রিংটোন হিসেবেও সেট করেছেন রমিজ। আর সেটা তিনি জানিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালীন ধারাভাষ্য কক্ষে।

টেস্টে নিজেদের মাটিতে সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে অলআউট হয়েছে মাত্র ৪৬ রানে। অবশ্য এরচেয়েও কম রানে টেস্টে অলআউট হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে অলআউট হওয়ার রেকর্ডও আছে দলটির।

অবশ্য সেই লজ্জার ইনিংস শেষে দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান তুলেছিল ভারত। তবুও দিন শেষে হার এড়াতে পারেনি ভারত। হারতে হয়েছে কিউইদের বিপক্ষে। যা নিয়েই মজা করেছেন রমিজ।

ধারাভাষ্য কক্ষে রমিজ রাজা ভারতের ওই ইনিংস নিয়ে মজা করে বলেন, ‘মাইকেল আথারটন আমাকে জানিয়েছিলেন যে ভারত ৪৬ রানে অলআউট হয়েছে, তাই আমি এটিকে আমার মোবাইল রিংটোন বানিয়েছি।’ 

নিউজিল্যান্ডের জয় ভারতে তাদের তৃতীয়বারের মতো টেস্ট জয়। এ জয়ে ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতেছে কিউইরা। প্রথম টেস্ট জয়ের পর এখন দ্বিতীয় টেস্টেও সুবিধাজনক অবস্থানে রয়েছে কিউইরা। টেস্ট জিততে চতুর্থ ইনিংসে ৩৫৯ রান করতে হবে ভারতকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেটে ৮১ রান করেছে ভারত।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]