বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি')র রাজশাহী মহানগর অন্তর্ভুক্ত সাতটি থানার আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন।
বোয়ালিয়া থানা (পশ্চিম)
১.আহ্বায়ক: মোঃ শামসুল হোসেন (মিলু)
২.সিনিয়র যুগ্ম আহ্বায়ক: শাহরিয়ার খন্দকার নয়ন
৩. সদস্য সচিব: বজলুজ্জামান মহন
বোয়ালিয়া থানা (পূর্ব)
১.আহ্বায়ক: মোঃ আশরাফুল ইসলাম (নিপু)
২.সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ খোরশেদ আলম (রিংকু)
৩. সদস্য সচিব: মোঃ আলাউদ্দীন
রাজপাড়া থানা
১.আহ্বায়ক: আলহাজ্ব মিজানুর রহমান (মিজান)
২.সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ রুহুল আমিন (বাবলু)
৩. সদস্য সচিব: মোঃ আমিনুল ইসলাম
শাহ্ মখদুম থানা
১.আহ্বায়ক: মোঃ জিল্লুর রহমান
২.সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ সুমন সর্দার
৩. সদস্য সচিব: মোঃ নাসিম খান
মতিহার থানা
১.আহ্বায়ক: মোঃ একরাম আলী
২.সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ আব্দুস সালাম মানিক
৩. সদস্য সচিব: মোঃ আল মামুন (বাবু)
কাশিয়াডাঙ্গা থানা
১.আহ্বায়ক: মোঃ মাইনুল ইসলাম
২.সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ টিপু সুলতান
৩. সদস্য সচিব: মোঃ মজিউল আহসান হিমেল
চন্দ্রিমা থানা
১.আহ্বায়ক: মোঃ ফাইজুল হক ফাহি
২.সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ রেজাউল করিম রঞ্জু
৩. সদস্য সচিব: মোঃ মনিরুল ইসলাম জনি
বার্তা প্রেরকঃ
আরিফুল শেখ বনি
আহবায়ক সদস্য ( দাপ্তরিক দায়িত্বে)
রাজশাহী মহানগর বিএনপি।