দেশজুড়ে একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 22-10-2024

দেশজুড়ে একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

সারাদেশের গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৭জনের মৃত্যু হয়েছে। এদিন সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫৭ জনে। এদের মধ্যে চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ৯৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ৫২ হাজার ৫৮ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪০ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, খুলনা বিভাগে ১২১ জন, বরিশাল বিভাগে ৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৮৩৮ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১২৪ জন মারা গেছেন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এই সিটি করপোরেশনে ১০ হাজার ৮১৯ জন আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]