ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি এরদোগানের


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-10-2024

ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি এরদোগানের

ফিলিস্তিনিদের স্বাধীনতা ও মর্যাদার লড়াইয়ের সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দখলদার ইসরাইল বাহিনীর অধিকৃত অঞ্চল ও গাজা উপত্যকায় ক্রমাগত আক্রমণের পর শনিবার ফের ফিলিস্তিনের প্রতি নিজেদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সম্প্রতি ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে স্থানীয় কর্মকর্তাদের এরদোগান বলেন, 'অত্যাচারীদের শত্রু এবং নিপীড়িতদের রক্ষক হিসাবে তুরস্ক; ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে স্বাধীনতা এবং মর্যাদার লড়াইয়ে পাশে আছে।' এসময় ইসরাইলের প্রধানমন্ত্রীকে উল্লেখ করে এরদোগান বলেন, 'যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নেতানিয়াহু নামে পরিচিত একজন নির্মম খুনির হাতে নিছক খেলনায় পরিণত হয়েছে। ২০,০০০ শিশু মারা গেছে। অথচ 'এটা লজ্জাজনক' বলার জন্য কেউ এগিয়ে আসেনি। হাজার হাজার নারী মারা গেছে, অথচ নারী অধিকার সংগঠনগুলো একটি শব্দও উচ্চারণ করেনি।'

তিনি আরও বলেন, '১৭৫জন সাংবাদিক মারা গেছে অথচ আন্তর্জাতিক মিডিয়া মোটেই পাত্তা দিচ্ছে না। ৫০ হাজার নিরপরাধের গণহত্যার দায় নিঃসন্দেহে ইসরাইলের অনাচারী দখলদার বাহিনীর উপর বর্তায়। যারা ইসরাইলি সরকারকে নিঃশর্ত সমর্থন দেয় এবং অস্ত্র ও গোলাবারুদ পাঠায় তারাও এই গণহত্যায় প্রকাশ্যে জড়িত।'

এরপর এরদোগান ফিলিস্তিনির পক্ষে লড়াই করা নেতা ও সদস্যদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেন, 'যারা কেবল তাদের সংগ্রামের মাধ্যমেই নয়, তাদের শাহাদাতের মাধ্যমেও কিংবদন্তি হয়ে উঠেছেন।হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের এবং সব শহীদদের প্রতি সৃষ্টিকর্তার করুণা কামনা করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]