বাংলাদেশ হারিয়েছে ৬০ রানে ৬ উইকেট


ক্রিড়া ডেস্ক : , আপডেট করা হয়েছে : 21-10-2024

বাংলাদেশ হারিয়েছে ৬০ রানে ৬ উইকেট

দীর্ঘ নয় বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে মিরপুরে প্রোটিয়াদের আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। টস জিতে এই ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শান্ত। তবে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনেই ৬ উইকেট হারিয়ে মহাবিপদে শান্তর দল। মাত্র ৬০ রানে ৬ উইকেট হারিয়ে মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ।

ব্যাটে নেমে একে একে ব্যর্থ হয়ে ফিরেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তিনি অপরাজিত আছেন ১৬ রানে। বাংলাদেশ ইনিংসে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছেন প্রোটিয়া পেসার মুল্ডার। তার পেস আগুনে দলীয় ২১ রানেই সাজঘরে ফিরে যান তিন টপঅর্ডার ব্যাটার সাদমান, মুমিনুল ও শান্ত। পরের ‍দুই উইকেট নেন আরেক পেসার রাবাদা। আর মিরাজকে আউটের মাধ্যমে ষষ্ঠ আঘাতটি হানেন স্পিনার কেশভ মহারাজ।

মিরপুরে ইনিংসের প্রথম ওভারে রাবাদার বলে ৬ রান ‍আসে। যদিও একটি বাই চার আসে ওই ওভারে। পরের ওভারে উইয়ান মুল্ডারের বলে শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম। ফুল লেংথ ডেলিভারি ছিল। অফ স্টাম্পের বাইরে পিচ করে বল চলে যাচ্ছিল। ইনিংসের শুরুতে সেই বল চেজ করে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের ওপেনার। এতে ৬ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর উইকেটে আসেন মুমিনুল হক।

শুরু থেকে নড়বড়ে মনে হচ্ছিল মুমিনুলকে। যদিও উইয়ান মুল্ডারের ওভারে দ্বিতীয় বলে চার মেরে জড়তা কাটিয়ে ওঠার আভাস দিয়েছিলেন। কিন্তু টিকতে পারেননি তিনিও। ওভারের চতুর্থ বলটা মিডল স্টাম্পে ফেলে কিছুটা সুইং করিয়েছিলেন মুল্ডার। সেই বলে লেগ সাইডে খেলতে গিয়ে উইকেটকিপার কাইল ভেরেইনাকে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান মুমিনুল।

সাদমান ইসলাম ও মুমিনুল হকের পর ফিরে ব্যর্থ হয়ে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেনও। এতে ২১ রানে ৩ উইকেট হারিয়েছে ধুকতে থাকে বাংলাদেশ। ফেরার আগে শান্ত করেন ৭ রান। তাদের ব্যর্থতার দিনে দলের হাল ধরতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। রাবাদার বলে যখন বোল্ড হয়ে ফিরে যান তখন দলের রান মাত্র ৪০। আশা দেখাতে পারেননি লিটনও। ব্যক্তিগত ১ রানে রাবাদার বলে স্ট্রাবসের হাত স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বেশ কয়েকমাস ধরে ব্যাটে দলের জন্য ভালোই অবদান রেখে চলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে দিয়ে সাকিব আল হাসানের শূন্যতা পূরণের স্বপ্ন দেখছে টিম ম্যানেজমেন্ট। গতকাল অধিনায়ক শান্তও সংবাদ সম্মেলনে বলেছেন, সাকিবের রিপ্লেসমেন্ট মিরাজ। সেই মিরাজও আজ হতাশ করেছে টাইগার শিবিরকে। মাত্র ১৩ রানে মহারাজের বলে লেগবিফোরের ফাঁদে কাটা পড়েছেন। এতে ৬০ রানেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এরপরই মধ্যাহ্নবিরতিতে গেছে দুই দল।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]