অভিযুক্তদের মধ্যে এক জনের বোনের সঙ্গে কথা বলেছিলেন অর্পিত সিংহ (২১ ) নামে এক যুবক। সেই জেরেই দিল্লির রাস্তায় ওই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েক জনের বিরুদ্ধে।
নিহত যুবকের এক আত্মীয় পুলিশকে জানিয়েছে, গত শুক্রবার ফুটা রোডে ছয় থেকে সাত জন মিলে অর্পিতকে মারধর করে। তাঁকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসকেরা। বিকেল ৪টা পেটে ব্যথা শুরু হয় অর্পিতের। জিটিবি হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
শাহদরা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) প্রশান্ত গৌতম জানিয়েছেন, নিহত যুবকের আত্মীয়ের বয়ানের ভিত্তিতে জগৎপুরী থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তে নেমে ধুরব, নিশু, রবীন্দ্রকুমার রজক নামে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, ধৃত ধুরবের বোনের সঙ্গে কথা বলতেন অর্পিত। সে কারণেই তার উপর হামলা করা হয়। এ ঘটনায় আরও তিন জনের খোঁজ করছে পুলিশ।