বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবার স্বাধীনতা পদক পাওয়া উচিৎ; জাহাঙ্গীর আলম চৌধুরী


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 19-10-2024

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবার স্বাধীনতা পদক পাওয়া উচিৎ; জাহাঙ্গীর আলম চৌধুরী

রাজশাহীতে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয় এর বিএমডিএ-তে আগমন উপলক্ষে কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএমডিএর আয়োজনে কর্মকর্তাগণের সাথে মত বিনিময় সভা হয়।

মত বিনিময় সভায় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো:জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মাঠ পযার্য়ে যে ভাবে কাজ করেছে তা অভাবনীয়। একটা এলাকার রূপ পরিবর্তন করে দিয়েছে। যেখানে আগে একটি ফসল ফলাতে অনেক কষ্টসাধ্য বিষয় ছিল কিন্তু বিএমডিএ যে ভাবে কৃষকের পাশে থেকে পানি দিয়ে ফলস ফলাতে সহযোগীতা করেছে তার চিত্র আমরা সকলে এখন দেখতে পাচ্ছি। তাই এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিএমডিএর কর্মকর্তা কর্মচারীরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। একটি এলাকার রূপ পরিবর্তন করেদিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তাই এইবার স্বাধীনতা পদক পাওয়া উচিৎ, তাই এইবার আমাদের সকলকে চেষ্টা করতে হবে যেন স্বাধীনতা পদক পায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।

এছাড়াও তিনি বলেন সামনের দিনগুলোতে যেন আরো ভালো ভালো প্রকল্প গ্রহণকরেন যার ফলে কৃষক উপকৃত হবে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা ও কর্মচারীকে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে একত্রিত হয়ে কাজ করার পরামর্শ দেন উপদেষ্টা।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: মোখলেস উর রহমান. সিনিয়ার সচিব. জনপ্রশাসন মন্ত্রনালয়, বিএমডিএ চেয়ারম্যান ড.এম.আসাদুজ্জামান, ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বিভাগীয় কমিশনার। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব)।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আব্দুর রশীদ, অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী জনাব আবুল কাশেম, অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: সমসের আলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম, বিএমডিএ সচিব এনামুল কাদির সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর, রিজিয়ন ও জোন, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার, হিসাব নিয়ন্ত্রক ও সহকারী প্রকৌশলীবৃন্দ সকলে উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে উপস্থিত হলে ফুল দিয়ে সংবর্ধনা জানায় বিএমডিএ চেয়ারম্যান ড. এম.আসাদুজ্জামান।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]