বিদেশে যাওয়ার পর রাণীশংকৈলে প্রবাসী’র বিরুদ্ধে চাঁদাবাজি মামলার


রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 19-10-2024

বিদেশে যাওয়ার পর রাণীশংকৈলে প্রবাসী’র বিরুদ্ধে চাঁদাবাজি মামলার

স্টুডেন্ট ভিসায় বিদেশ গিয়ে মামলার কারণে দেশে আসতে পারছেন না ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামের মাজেদুল ইসলামের পুত্র মুসাব ইবনে মাজেদ। 

জানাযায়, ২০২৩ সালে স্টুডেন্ট ভিসায় উচ্চ শিক্ষার জন্য ইউরোপের মালটা দেশে গেলেও ৮ অক্টোবর ২৪ তারিখের ঘটনা দেখিয়ে ৫লক্ষ টাকা চাঁদাদাবী,মারপিট ও জমিদখলের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা মুসাব ইবনে মাজেদের বিরুদ্ধে ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ‘মামলা করেছে উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মাহমুদুল হাসানের ছেলে বিএনপি নেতা রুমানুর হাসান। মুসাব ইবনে মাজেদের পিতা মাজেদুল ইসলাম গতকাল শনিবার এ প্রতিনিধিকে বলেন, আমার ছেলে ১ বছর পূর্বে পড়ালেখার জন্য বিদেশে গেছে কিন্তু বিএনপি নেতা রুমানুর হাসান কোর্টে ৪৪৭-৩২৩-৩৮৫-৫০৬(২) ধ্রাায়একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেছে এর একটা বিহিত হওয়া দরকার। কারণ মামলার ভয়ে আমার ছেলের পড়ালেখা যেমনি বিঘ্নিত হচ্ছে তেমনি দেশে আসার সাহসও পাচ্ছেনা।

মামলা প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সফি মুঠোফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই, এটি ওসি স্যার বলতে পারবেন। তবে মিথ্যা মামলা করে কেউ লাভবান হতে পারবেনা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]