আত্মরক্ষা-শিকারের জন্য তীর-ধনুক প্রতিযোগিতা


কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 18-10-2024

আত্মরক্ষা-শিকারের জন্য তীর-ধনুক প্রতিযোগিতা

দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার উপজাতি (সাঁওতাল) সম্প্রদায়ের নারী পুরুষদের নিয়ে দিনব্যাপী তীর-ধনুক (তীরন্দাজ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নিজেদের আত্মরক্ষা ও শিকারের আদি কৌশল ধরে রাখা এবং জাতিগত বন্ধন অটুট রাখার অঙ্গীকার নিয়ে এই কৌশল।

শুক্রবার বিরামপুর উপজেলার উপজাতি (সাঁওতাল) অধ্যুষিত খানপুর ইউনিয়নের সোনাজুড়ি ফুটবল মাঠে জবচ্ মানঝি পরিষদের আয়োজনে দিনাজপুর সদর, বিরামপুর, ফুলবাড়ি, সেতাবগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলার ১৬টি দলের ১১২ জন নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন- জবচ্ মানঝি পরিষদের সভাপতি বারনাবাস হেমরম, ধানজুড়ি ক্যাথলিক চার্চের ফাদার মান্যুয়েল হেমরম, শিক্ষক সামশন হেমরম, উন্নয়নকর্মী আলবিনুশ সরেন প্রমুখ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]