চাঁপাইনবাবগঞ্জে একই দিনে দু'জনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 10-04-2022

চাঁপাইনবাবগঞ্জে একই দিনে দু'জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায়, অপরজন পানিতে ডুবে মারা গেছেন।

রোববার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট মিয়াপাড়া এলকায় সড়ক দুর্ঘটনার রইহান আলী(২২) নামে এক ট্রাক্টর চালক ও শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে পানিতে ডুবে আব্দুল্লাহ(১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত ট্রক্টর চালক সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সতেরোরশিয়া চামা গ্রামের শাহালাল আলীর ছেলে, পানিতে ডুবে মারা যাওয়া আব্দুল্লাহ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুড়ি পাড়া এলকার রফিকুলের সন্তান।

শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, গত কাল শনিবার(৯ এপ্রিল) দুপুরে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় আব্দুল্লাহ। দীর্ঘ সময় খোঁজাখুজির পর আজ রোববার(১০ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাফফর হোসেন বলেন, রোববার সকালে বালিভর্তি ট্রাক্টরটি ০৬ নং বাঁধ হতে ঘোড়াস্টান্ড মোড়ের উদ্দেশ্য রওনা হয়। রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট মিয়াপাড়া ঈদগাহের সামনে গেলে ট্রাক্টরের উপর থেকে পড়ে যায় চালক রাইহান আলী। এসময় নিজের ট্রাক্টরের চাকার পিষ্ট গুরুতর আহত হয় রাইহান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর সময়/এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]