গাজায় পাঁচশ পরিবারের মাঝে বাংলাদেশিদের পানি বিতরণ


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-10-2024

গাজায় পাঁচশ পরিবারের মাঝে বাংলাদেশিদের পানি বিতরণ

ফিলিস্তিনের উত্তর গাজায় তৃষ্ণার্ত পাঁচশ পরিবারের নারী ও শিশুদের মাঝে চার হাজার লিটার পানি বিতরণ করেছেন বাংলাদেশিরা।

বাংলাদেশের আস-সিরাজ ফাউন্ডেশন নামের একটি সেবা সংস্থার ব্যানারে এ সহায়তা দেয়া হয়। 

ফাউন্ডেশনের প্রজেক্ট পরিচালক তানভীর সিরাজ বলেন, পুরো গাজায় বিশুদ্ধ পানির সংকটে বিশেষ করে স্বজনহারা শিশুদের অত্যন্ত কষ্ট হচ্ছে, তাই আমরা তাদের জন্য পানির ব্যবস্থা করেছি। এদিকে বিশুদ্ধ পানির অভাবে তাদের মাঝে বিভিন্ন রোগের জন্ম দিচ্ছে।

ফাউন্ডেশনের প্রজেক্ট পরিচালক আরও বলেন, গত এপ্রিল মাসে মিশর থেকে সরাসরি রাফা ক্রসিং দিয়ে বায়তুয যাকাত সংস্থার মাধ্যমে ৫ লরি বিশুদ্ধ পানি ও বিভিন্ন প্রকারের খাবারের ব্যবস্থা করেছি আমরা। তারপর থেকে মিশরে অবস্থানরত আহত গাজার শরণার্থীদের আমরা চিকিৎসা সেবা দিয়ে গেছি। এখন ৩য় ধাপে উত্তর গাজার আত্মীয়-স্বজনদের হারিয়ে মানবেতর জীবনযাপন করা এসব অসহায় পরিবারের মাঝে নিয়মিত বিশুদ্ধ পানি বিতরণ করে যাচ্ছি আমরা।

আস-সিরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, আমি বিশেষ করে মানবতাবাদী বাংলাদেশের নাগরিকদের ধন্যবাদ জানাই, যারা দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন। 

এদিকে উত্তর গাজায় ইসরাইলি বাহিনীর সবশেষ ৯ দিনের অভিযানে অন্তত ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]