পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 14-10-2024

পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প সাহিত্য সংস্কৃতির লীলাভূমি পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে “ফ্যাসিবাদী গণহত্যা, দমন-পীড়ন ও নির্মম নির্যাতনের বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার বিপ্লব এবং নতুন বাংলাদেশের অভ্যুদয়” শীর্ষক কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা সাড়ে ১০টায় পাবনা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার পরিচালনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাসুদুর রহমান মাসুদ খন্দকার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, মাসুদ রানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগ ও সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল মান্নান ভুইয়া।

অনুষ্ঠানের শুরুতে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়। গ্রাফিতি প্রতিযোগিতায় পাবনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]