পুঠিয়ায় ৪৭ টি পূজা মণ্ডপ নিয়মিত পরিদর্শনে ইউএনও


মেহেদী দাম (পুঠিয়া প্রতিনিধি): , আপডেট করা হয়েছে : 13-10-2024

পুঠিয়ায় ৪৭ টি পূজা মণ্ডপ নিয়মিত পরিদর্শনে ইউএনও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরির্দশন করেছেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. নূর হোসেন নির্ঝর। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব— শারদীয় দুর্গোৎসব! যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা নিশ্চিত করার লক্ষে উপজেলার প্রত্যেকটি পূজা মণ্ডপ নিয়মিত-ধারাবাহিকভাবে পরিদর্শন করেছেন ইউএনও এ. কে. এম. নূর হোসেন নির্ঝর। 

পুঠিয়া হিন্দু সংস্কার কল্যাণ সমিতির তথ্য মতে, এ বছর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট পূজা মণ্ডপ রয়েছে ৪৭ টি। এর মধ্যে পৌরসভা এলাকায় রয়েছে ১৫ টি পূজা মণ্ডপ। 

পূজা মণ্ডপগুলো পরিদর্শনের সময় তিনি প্রতিটি মণ্ডপের পূজা কমিটির সঙ্গে কথা বলেন এবং মণ্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশেষ খোঁজ-খবর নেন। অনাকাঙ্ক্ষিত যেকোনো সমস্যায় প্রশাসন পাশে থেকে সর্বপ্রকার সহযোগীতা করবে বলেও জানান তিনি। কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসব পালন করার আহ্বান তাঁর। সেই সাথে তিনি শারদীয় দুর্গাপূজা যেনো সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও পূজা মণ্ডপের নিরাপত্তায় দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিক-নির্দেশনার পাশাপাশি পূজা মণ্ডপ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। 

অধিকাংশ পূজা মণ্ডপে দায়িত্বরত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, পূজার আগেই উপজেলা প্রশাসন আমাদেরকে নিয়ে দিক-নির্দেশনামূলক একটি প্রাক পূজা-অর্চনা প্রস্তুতি সভার আয়োজন করেছিলেন। সে নির্দেশনার আলোকেই এবারের দুর্গাপূজা পরিচালনা করছি। পাশাপাশি উপজেলা প্রশাসন আমাদের দিকে সজাগ দৃষ্টি রাখার কারণে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আশা করি এবারের উৎসব আমরা নির্বিঘ্নে পালন করতে পারবো। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞ!

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. নূর হোসেন নির্ঝর বলেন, আমি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছি। পূজা মণ্ডপগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ধর্মাবলম্বী ভক্তবৃন্দ নির্বিঘ্নেই পূজা উদ্‌যাপন করতে পারবেন বলেই আমার বিশ্বাস।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]