রাজশাহী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগ কর্মীসহ বগুড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী: , আপডেট করা হয়েছে : 07-10-2024

রাজশাহী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগ কর্মীসহ বগুড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মামলায় গ্রেপ্তার হয়েছে রাজশাহী-৩ আসনের সাবেক এমপি ও এক যুবলীগ কর্মী। এছাড়াও  গ্রেপ্তার হয়েছে  বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোহা: আসাদুজ্জামান আসাদ, মো: আমির হোসেন ও সজীব সাহা । আসাদুজ্জামান আসাদ রাজশাহী মহানগরীর লক্ষীপুর ভাটাপাড়ার আলতাফ হোসেনের ছেলে ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য। অপর আসামি আমির হোসেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গ্রামের আলহাজ্ব আব্দুল কালামের ছেলে ও অপর আসামি সজীব সাহা বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গত ১৯ জুলাই বোয়ালিয়া থানার ভুবন মোহন পার্কের সামনে বিএনপি অফিস ভাঙচুর করার মামলায় আসাদুজ্জামান আসাদকে  ঢাকা থেকে গ্রেপ্তার করে। অপর দিকে বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে যুবদল নেতা মোঃ ইমরান চৌধুরীকে আহত করার ঘটনায় যুবলীগ কর্মী মো: আমির হোসেনকে সোমবার দুপুর সোয়া ১২ টায় রাজপাড়া থানার হড়গ্রাম থেকে গ্রেপ্তার করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এছাড়াও গত ৬ অক্টোবর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকা থেকে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় কয়েকটি মামলা রয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]