গাজার মসজিদে হামলা ইজরায়েলের, ২৩ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-10-2024

গাজার মসজিদে হামলা ইজরায়েলের, ২৩ জনের মৃত্যু

গাজার মসজিদে হামলা ইজরায়েলের। রবিবারের এই হামলায় ২৩ জনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রবিবার গাজার একটি মসজিদে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহে আল-আকসা হাসপাতালের কাছে অবস্থিত মসজিদে এই হামলা হয়।

উল্লেখ্য, ফিলিস্তিনি ভূখণ্ডে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ এক বছর পূর্ণ হতে চলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ মসজিদটি বাস্তুচ্যুত লোকদের রাখতে ব্যবহার করা হচ্ছিল। গাজায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েল। এক বছর আগে শুরু হওয়া লড়াই এখনও চলছে।

এর আগে ইজরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে একটি বিবৃতি জারি করে বলেছে যে, তারা হামাস সন্ত্রাসীদের ওপর হামলা করেছে, যা একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের উপস্থিতিতে কাজ করছিল। এর আগে দেইর আল বলাকে অবস্থিত 'শুহাদা আল-আকসা' মসজিদে রূপে কাজ করত।

আইডিএফের দাবী, মসজিদ হোক বা স্কুল, সেখানে হামাস নিয়ন্ত্রণ কেন্দ্র চালায়। পাশাপাশি তাদের আরও দাবী, তাঁরা আগে থেকেই নাগরিকদের এখান থেকে সরে যেতে সতর্ক করেছিলেন। গত কয়েকদিনে গাজায় হামলা তীব্র হয়েছে। ইজরায়েলি সেনাবাহিনীর আশঙ্কা যে ৭ অক্টোবর এক বছর পূর্তি হতে চলেছে এবং এই উপলক্ষে হামাস আক্রমণ করতে পারে এবং এর কারণে ইজরায়েল বারবার হামলা চালাচ্ছে।

অপরদিকে বৈরুতেও ৩০টি হামলা হয়েছে, যাতে ইজরায়েল বলেছে যে, তারা তাদের আক্রমণ চালিয়ে যাবে। হামাসের স্বাস্থ্য কর্তারা জানান যে, সেখানে কতজন মারা গেছে, তবে হামাসকে নির্মূল করার ইজরায়েলের লক্ষ্য এখনও শেষ হয়নি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]