হিন্দুরা সংখ্যা লঘু নয় বাংলাদেশী-সিংড়া উপজেলা বিএনপি


সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 02-10-2024

হিন্দুরা সংখ্যা লঘু নয়  বাংলাদেশী-সিংড়া উপজেলা বিএনপি

নাটোরের সিংড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, কে বলেছে হিন্দুরা সংখ্যা লঘু। তারা কোন সংখ্যা লঘু নয়। তারা বাংলাদেশী এবং বাংলাদেশের নাগরিক।  সংখ্যা লঘু শব্দটি ব্যবহার করে তাদেরকে দুর্বল করে রাথা হয়। হিসাব করলে হয়তো আজ থেকে ১০ পুরুষ আগে আমরাও এদেশের হিন্দু ছিলাম। তাই হিন্দুদের সংখ্যা লঘু বলার কোন যৌক্তিক কারন নাই। আমরা সবাই দেশের নাগরিক।

বুধবার (২ অক্টোবর) বিকাল ৫ টায় নাটোরের সিংড়া পৌরসভা কনফারেন্স রুমে  উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে  শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডাহিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, কলম ইউপির সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল ফটিক, ইটালি ইউপির সাবেক চেয়ারম্যান মো. বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, মহিদুল ইসলাম প্রমুখ।

পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁদ মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার, সহ-সভাপতি এডভোকেট সুনীল কুমার, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার। 

এসময় ক্ষতিগ্রস্ত ১১ হিন্দু পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ৮২টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেন বিএনপি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]