মতিহারে রাবি শিক্ষার্থীর গলায় চাকুধরে ব্যাগ এ্যান্ডড্রয়েড মোবাইল ছিনতাই করে পালানোর সময় দুইজন ছিনতাইকারীতে আটক করেছে সাধারণ জনতা। এ সময় তাদের গণধোলাই দিয়ে মতিহার থানা পুলিশে সোপর্দ করেছে।
শনিবার রাত ৯টার দিকে মহানগরীর মতিহার থানার নর্দান মোড়ে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো: মোঃ মুন্না (২৫), সে মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা (কেদুর মোড়) এলাকার মোঃ দুলালের ছেলে ও মোঃ হাসিবুল ইসলাম হাসিব (২৩), সে একই থানার খরবোনা নদীরধার এলাকার মোঃ হাসান আলীর ছেলে।
অপর দিকে ভুক্তভোগী রাবি শিক্ষার্থী মনিরা আক্তার (২৩), তিনি রাবির সংস্কৃত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। থাকেন রাবির বেগম খালেদা জিয়া হলে।
রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক।
তিনি জানান, শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মনিরা আক্তার, অটোরিক্সা যোগে রাবিতে ফিরছিলেন। পথে মতিহার থানার নর্দান মোড়ে মুন্না ও হাসিব নামে দুই ছিনতাইকারী রিক্সা থামিয়ে শিক্ষার্থীর গলায় চাকু ধরে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই সময় তারা শিক্ষাথীকে হুমকি দিয়ে বলে হৈচৈ করলে প্রাণে মেরে ফেলবো। এরপর তারা পালানোর সময় ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার দিলে সাধারণ জনতা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে মতিহার থানায় খবর দেয়। খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যপারে গ্রেফতার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।