ফুলবাড়ীতে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলা


কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 29-09-2024

ফুলবাড়ীতে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের লক্ষে নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় খাবার ও পণ্য প্রচার ও প্রসারের লক্ষ্যে দিনব্যাপী প্রদর্শনী মেলার আয়োজন করেছে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

মেলাটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। নারী উদ্যোক্তাদেরসহ উদ্যোক্তাদের এগিয়ে নিতে প্রথমবারের মতো এই পণ্য প্রদর্শনীর আয়োজন করছে, যেখানে ১০ জন উদ্যোক্তা কোনোপ্রকার খরচ ছাড়াই নিজস্ব স্টল দিতে পেরেছেন।

মেলা পরিদর্শন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্ত্তীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।

মেলায় অংশ নেয় কৃপায়িনীর স্বত্ত্বাধিকারী কংকনা রায় কনা, বেক মি হ্যাপীর স্বত্ত্বাধিকারী ইসরাত জাহান ইতি, রংমিছিলের স্বত্ত্বাধিকারী আইরিন আক্তার হিরা, ফাইজা ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মর্তূজান নাহার মিতু, শারমিন আক্তার, লিমা আক্তার, শিরিন আক্তারসহ আরো অনেকে।

আয়োজক ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি কংকনা রায় ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইতি বলেন, সরকার অনুমোদিত এই সংগঠনটির মূল উদ্দেশ্যই হলো ফুলবাড়ীর সকল উদ্যোক্তাদের এক প্লার্টফর্মে আনা। যেখানে সবাই মিলেমিশে নিজেদের তৈরি খাবার ও পণ্য বেচাকেনাসহ অন্যদের কর্মসংস্থানের পথ করে দিতে পারবো। উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও প্রসারের লক্ষেই আমাদের এই আয়োজন। নতুন উদ্যোক্তা তৈরিসহ বেকারদের কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে। সরকারিভাবে প্রশিক্ষণসহ সুযোগ-সুবিধা পেলে উদ্যোক্তাদেরকে এগিয়ে নেয়া যাবে। কেনোনা অনেক উদ্যোক্তারা হাতের অনেক কাজ জানেন কিন্তু অর্থের অভাবে মালামাল ক্রয়সহ পণ্য তৈরি করে বাজার জাত করতে পারছেন না। তাই এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]