আরএমপি ট্রাফিক বিভাগের সাথে পুলিশ কমিশনার মহোদয়ের মতবিনিময় সভা


প্রেস বিজ্ঞপ্তি , আপডেট করা হয়েছে : 28-09-2024

আরএমপি ট্রাফিক বিভাগের সাথে পুলিশ কমিশনার মহোদয়ের মতবিনিময় সভা

 রাজশাহী মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি দূর করতে আরএমপি ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময়

করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

শনিবার (২৮) সেপ্টম্বর সকালে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় পুলিশ কমিশনার বলেন, ট্রাফিক বিভাগে কর্মরত সবাইকে তৎপর থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ট্রাফিক বিভাগ হলো পুলিশের দর্পণ। ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে জনগণের ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশের ভূমিকা অনন্য। 

তিনি আরও বলেন, কেউ যেন হয়রানির স্বীকার না হয়। সর্বসাধারণের প্রতি উত্তম আচরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে অগ্রণী ভূমিকা রাখার জন্য কমিশনার মহোদয় ট্রাফিক বিভাগের সকলের প্রতি আহ্বান জানান।

এই সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী-সহ আরএমপি’র ট্রাফিক

বিভাগের ইন্সপেক্টর ও সার্জেন্টবৃন্দ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]