আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা


মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী: , আপডেট করা হয়েছে : 25-09-2024

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহীর পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর কার্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১১টায় পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর  সভাপতিত্বে সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীগণের সর্ববৃহৎ উৎসব। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ-সহ সার্বিক বিষয়ে জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার।

রাজশাহীর পুলিশ সুপার মো: আনিসুজ্জামান বলেন, এবছর রাজশাহী জেলার ৮ টি থানায় সর্বমোট ৩০৭ টি পুজামন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। পূজামন্ডপগুলো যাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকে, সেলক্ষ্যে রাজশাহী পুলিশ নিরলসভাবে কাজ করবে। তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দপুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। যুগযুগ ধরে এদেশে সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে। তাই দুর্গাপূজায় যাতে কোনো সুযোগসন্ধানী ও স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু সালেহ মোঃ আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম-সহ রাজশাহী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]