কুষ্টিয়ায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরনের দাবিতে মানববন্ধন


কুষ্টিয়া প্রতিনিধি : , আপডেট করা হয়েছে : 25-09-2024

কুষ্টিয়ায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরনের দাবিতে  মানববন্ধন

বুধবার সকাল ১২টায় সারাদেশের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নন এমপিও শিক্ষক কর্মচারী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্তকরনের দাবিতে কুষ্টিয়া কালেক্টর চত্বরে জেলা শাখার সভাপতি মোঃ মনজুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যের শুরুতে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন কর্তৃত্ববাদী সরকারের পতন হলে দেশের অনন্তবর্তীকালীবন সরকারের প্রধান   হিসেবে আপনার উপর গুরুদায়িত্ব অর্পিত হয়। পতিত সরকারের চরম বৈষম্যের শিকার নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মধ্যে বর্তমানে নতুন আশা জাগ্রত হয়েছে। আমরা বিশ্বাস করি দীর্ঘদিনের মানবতার জীবনযাপনের অবসান ঘটিয়ে বর্তমান সৃজনশীল সরকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মুখে হাসি ফোটাবেন আমারা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারব।

মানববন্ধন শেষে নন এমপিও শিক্ষক কর্মচারী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মনজুরুল হক ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে শিক্ষা উপদেষ্টা বরাবর কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নন এমপিও শিক্ষক কর্মচারী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]