ফুলবাড়ীতে মামলা প্রত্যাহারসহ চারদফা দাবিতে পথসভা


কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 24-09-2024

ফুলবাড়ীতে মামলা প্রত্যাহারসহ চারদফা দাবিতে পথসভা

দিনাজপুরের ফুলবাড়ীতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ২০০৬ সালের খনিবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ চারদফা দাবি জানিয়ে পথসভা করেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎবন্দর রক্ষা জাতীয় কমিটি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নিমতলামোড়ে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎবন্দর রক্ষা জাতীয় কমিটির উপজেলা আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।

এতে বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব জয়প্রকাশ গুপ্ত, সদস্য ও উপজেলা কুলিশ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল হক, সিপিবির সম্পাদক এসএম নুরুজ্জামান জামান, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সমন্বয়ক সঞ্জিত প্রসাদ গুপ্ত জিতু, জাতীয় গণফ্রন্ট নেতা কমল চক্রবর্তী, দেশপ্রেমিক শ্রমিক কৃষক ছাত্র জনতার সমন্বয়কারী হিমেল মণ্ডল, কাপড় ব্যবসায়ী সোবহান আলী, বিরামপুর শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎবন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট শাহ্ নেওয়াজ শুভ প্রমুখ।

চারদফা দাবিসমূহ হলো, জাতীয় সম্পদ কয়লা ও ফুলবাড়ী রক্ষায় আন্দোলনকারী ১৯ জনের নামে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, কয়লা লুণ্ঠনে ফুলবাড়ীর কতিপয় বিপদগামী মাস্তানসহ তাদের মদদদাতা খুনি এশিয়া এনার্জি কোম্পানির সকল অপচেষ্টা প্রতিহত, ফুলবাড়ী রক্ষা আন্দোলনে শহীদ আমিন, সালেকিন ও তরিকুল হত্যার বিচার ও রক্তে লেখা ছয়দফা চুক্তির পূর্ণবাস্তবায়ন করা।

সভায় বক্তারা বলেন, খুনি এশিয়া এনার্জি কোম্পানির দালালরা ২০১৪ সালে ফুলবাড়ী রক্ষা আন্দোলনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। বিগত ১০ বছর থেকে সে মামলা লড়ছে ১৯ জন নেতা। দালালরা এশিয়া এনার্জির কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে হয়রানীমূলক মিথ্যা মামলায় স্বাক্ষী প্রদান করে আসছে। তাই সেসব দালালদের জানাই, দালালি ছেড়ে আপনারা সুপথে ফিরে আসুন। নয়তো ফুলবাড়ীবাসি আবারো জেগে উঠলে, আপনাদের কঠোর পরিস্থিতির মুখে পড়তে হবে।

তারা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ চারদফা দাবি জানাই। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]