স্বৈরাচারীর দোসররাই সব জাস্টিসের উস্কানিদাতা: রাবি অধ্যাপক


এম. শামীম, রাজশাহী বিশ্ববিদ্যালয়: , আপডেট করা হয়েছে : 22-09-2024

স্বৈরাচারীর দোসররাই সব জাস্টিসের উস্কানিদাতা: রাবি অধ্যাপক

"আমরা দেখেছি গত পনেরো বছর স্বেরাচারী ফ্যাসিস্ট সরকার দেশে এক ধরণের মব জাস্টিস কায়েম করেছিল। আমরা দেখছি সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফায়েলকে হত্যা মব জাস্টিসকে আবার উষ্কে দিচ্ছে। যার পিছনে হাত রয়েছে স্বৈরাচারের দোসরদের। স্বৈরাচারীর দোসররাই মব জাস্টিসের উস্কানিদাতা।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে ঢাবি, জাবি, খাগড়াছড়িসহ সারাদেশে চলমান মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদী এক সমাবেশ থেকে এসব কথা বলেন রাবির আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ।

তিনি আরও বলেন, যারা ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে মব জাস্টিসের অভিযোগ আনার অপচেষ্টা চালাচ্ছে এই ফ্যাসিবাদের দোসররা। নতুন এই বাংলাদেশে আর কোনো মব জাস্টিসের মত ঘৃণ্য কর্মকান্ড যেন না হয় আমাদের সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে"।

এ সময় আইন বিভাগের অধ্যাপক শাহীন জোহরা বলেন, "মব জাস্টিস কখনোই কাম্য নয়, সবসময় আমাদের এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মনে রাখতে হবে মব জাস্টিস হলো জনতার বিচার, আর এটা একটি ভায়োলেন্স। এটি কোনো গণতান্ত্রিক পন্থা নয় বরং অগণতান্ত্রিক পন্থা। যা সংবিধান বহিভূত।

আমরা সবাই আইনের শাসনে সমান।

যদি কারো বিরুদ্ধে কোনো অন্যায়ের স্পেসিফিক কারণ থাকলে আইনের আশ্রয় নিয়ে বিষয়টি সমাধান করতে হবে। কিন্তু মব জাস্টিসের মাধ্যমে কোনো বিষয়ের মিমাংসা করা সর্বদা আইন পরিপন্থি। অনেক নিরপরাধ মানুষ মব জাস্টিসের শাস্তি ভোগ করে। আমরা দেখেছি ঢাবি, জাবি ও খাগড়াছড়ি রাঙ্গামাটিতে অনেক মব জাস্টিসের ঘটনা ঘটেছে। আমরা আর এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমরা এমন একটা দেশ চাই যেখানে কোনো মব জাস্টিসের স্থান থাকবে না।"

মব জাস্টিসের বিরুদ্ধে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে যে সাধারণ মানুষকে বিচার করা যেন সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে। আমরা স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানায়। মব জাস্টিস একটি মানবাধিকার লঙ্ঘন। যদি কেউ অন্যায় করে তাহলে তাকে মব জাস্টিসের মাধ্যমে বিচার করা যাবে না। এর জন্য দেশের আইন আছে, বিচার বিভাগ আছে।

প্রতিবাদী এ সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর অন্যতম সমন্বয়ক মাসুদ রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]