জয়পুরহাটে থানায় লুট হওয়া পিস্তল-গুলি উদ্ধার


জয়পুরহাট , আপডেট করা হয়েছে : 18-09-2024

জয়পুরহাটে থানায় লুট হওয়া পিস্তল-গুলি উদ্ধার

জয়পুরহাট সদর থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি পিস্তল ও ৩৭টি গুলি উদ্ধার করেছে পুলিশ। জয়পুরহাট পৌর শহরের দেবীপুর রেলগেটের পাশে একটি ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব। তিনি জানান, থানা থেকে লুট হওয়া একটি চায়না পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩৭টি গুলি উদ্ধার করা হয়েছে। তবে এখনও পাঁচটি পিস্তল ও একটি চায়না রাইফেল উদ্ধার করা যায়নি। 

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সন্ধ্যায় জয়পুরহাট সদর থানায় হামলা চালায় বিক্ষুব্ধ লোকজন। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্য পুলিশ সদস্যরা  অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের নিরাপদে সরিয়ে নেন। এ সময় গুলিতে মেহেদি নামের এক যুবক নিহত হয়েছেন। পরে থানার ভেতরে ঢুকে তারা ভাঙচুর ও লুটপাট করে এবং আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় থানার অস্ত্রাগার থেকে ৪৪টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গত এক মাসে ৩৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]