বগুড়ায় শহীদ পরিবারদের মাঝে আর্থিক সহায়তা প্রদান


আল আমিন মন্ডল (বগুড়া): , আপডেট করা হয়েছে : 16-09-2024

বগুড়ায় শহীদ পরিবারদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

সোমবার 'আমরা বিএনপি পরিবার' এর আয়োজনে বগুড়ার সাবগ্রাম আকাশতারা গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আমার বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আর্থিক সহায়তা পেলেন যারা, বগুড়া সদরের সাবগ্রাম আকাশতারা গ্রামের শহীদ কমর উদ্দিন খান বাঙ্গী, গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শহীদ শাকিল হাসান মানিক ও গাবতলী পৌর এলাকার ছোট গোড়দহ এলাকার শহীদ জিল্লুর রহমান।

'আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত,  উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহীদ উন নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের সদস্য ফরহাদ আলী সজীব, মুস্তাকিম বিল্লাহ, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, শহীদ পরিবারের সদস্য জোমেলা বেগম, গোলবানু, মোখলেছার রহমানসহ বিএনপি ও অঙ্গদল এবং আমরা বিএনপি পরিবার নেতৃবৃন্দ প্রমূখ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]