বিশ্বব্যাংক ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশকে


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 15-09-2024

বিশ্বব্যাংক ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশকে

আর্থিকখাত সংস্কারে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক। এই উন্নয়ন সহযোগী এক বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে বঠক করে।

এরমধ্যে, পলিসি বেইজড ঋণ হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ ব্যাংক। ইনভেস্টমেন্ট লোন এবং গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়া হচ্ছে। ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা।

তবে ঋণ পেতে ৩টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এরমধ্যে রয়েছে, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ। টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্তও মানতে হবে বাংলাদেশকে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]