দেশের নার্সিং শিক্ষার্থী, নার্সিং পেশা নিয়ে কটূক্তি ও ‘অবমাননাকর বক্তব্য’ দেওয়ায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ এবং নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের সব নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং সংস্কার পরিষদ। এসময় বক্তারা সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি জানান।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বৃষ্টি উপেক্ষা করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্যে সিনিয়র স্টাফ নার্স বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দীর্ঘদিন ধরে নন নার্সিং ক্যাডারদের অধীনে চলছে। এই ধারাবাহিকতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চপদস্থ সকল পদে নন নার্সিং ক্যাডাররা দায়িত্ব পালন করছেন। আমাদের মাথার ওপরে থেকে তারা আমাদেরকে অপমান করেন, আমাদের শোষণ করেন।
বক্তারা- মাকসুরা নূরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার পদত্যাগসহ অধিদপ্তর থেকে অপসারণ এবং নার্সদের যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার একদফা বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় আগামীতে কর্মবিরতীসহ কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন তারা।