পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ


প্রেস বিজ্ঞপ্তি: , আপডেট করা হয়েছে : 14-09-2024

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ

সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতে আগামী সোমবার (১৬ সেপ্টেম্বর), ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি জুশনে জুলুশ (শোভাযাত্রা), মিলাদ-ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভাসহ বিভিন্ন ধরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)। এ উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

দিনটি উদযাপন উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১(ঢ); ২৯ এর ১ (ক), (খ) ও ৩৩(গ) ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ১৬ সেপ্টেম্বর রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারকদ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন ও ব্যবহার এবং উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]