নয়া ফিচার আসছে হোয়াটসঅ্যাপে


তথ্যপ্রযুক্তি ডেস্ক: , আপডেট করা হয়েছে : 13-09-2024

নয়া ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

বেশ কয়েক মাস হল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে (WhatsApp) ব্যবহারকারীরা চ্যাটবট 'মেটা এআই'-এর (Meta AI) এর কাছে টেক্সটের মাধ্যমে কিছু জিজ্ঞাসা করতে পারতেন। এবার শিগগিরই 'মেটা এআই'-এর সঙ্গে কথাও বলা যাবে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক (এআই) এই চ্যাটবটে ভয়েজ মোড ফিচার আসবে বলে আগেই জানানো হয়েছিল।

নতুন রিপোর্ট অনুযায়ী, 'মেটা এআই'-এর সঙ্গে কথা বলার সময় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পছন্দের কণ্ঠ বেছে নেওয়ার সুযোগ পাবেন। আপাতত ৪টি কন্ঠস্বর যোগ করা হলেও, ধীরে ধীরে আরও বেশি সংখ্যক জনপ্রিয় ব্যক্তিত্বদের কণ্ঠ অন্তর্ভুক্ত করা হবে।

ব্যবহারকারীরা চাইলে কোনো সেলিব্রিটির ভয়েজ বা স্টক ভয়েসও বেছে নিতে পারবেন। অর্থাৎ Meta Ai Voice-এর সাহায্যে এআই টুলটি ব্যবহারকারীদের সঙ্গে মানুষের মতো কথা বলবে। WABetaInfo নতুন এই মেটা এআই ভয়েস মোড ফিচারের কথা জানিয়েছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৪.১৯.৩২-এ এই ফিচার দেখা গেছে।

চ্যাটজিপিটি অ্যাপে যেমন সুবিধা পাওয়া যায় তেমনই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও মেটা এআইয়ের জন্য বেশ কয়েকটি ভয়েস বেছে নেওয়ার সুবিধা পাবেন। ভিন্ন ভিন্ন কণ্ঠে বিভিন্ন পিচ, টোন ও অ্যাকসেন্টে শোনা যাবে বার্তালাপ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]