ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক শ্রীলঙ্কা নারী দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়ানডে সিরিজে মাঠে নামে এই দুই দল। দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে জিতে নেয় টাইগ্রেসরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে লঙ্কান মেয়েরা।
দলের পক্ষে কৌশিনী নুথ্যাঙ্গা করেন সর্বোচ্চ ৩৫ বলে ৪৩ রান। এছাড়া নেথমি পূর্ণার ব্যাট থেকে আসে ৪০ বলে ২৭ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ফাহিমা খাতুন।
জবাবে ব্যাট করতে নেমে শামিমা সুলতানা ও সুবহানা মোস্তারির ব্যাটে ৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। শামিমা ৪৪ বলে ৪৮ ও মোস্তারি করেন ৩১ বলে ২৮ রান।
আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।