চারঘাটে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’” শ্লোগান দিয়ে ককটেল বিস্ফোরন


চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : , আপডেট করা হয়েছে : 10-09-2024

চারঘাটে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’” শ্লোগান দিয়ে ককটেল বিস্ফোরন

রাজশাহীর চারঘাটে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধ’” শ্লোগান দিয়ে তিনটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এসময় আরও ৬টি অবিস্ফোরিত ককটেল ফেলে যায় তারা। এসময় আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে দোকানদারসহ পথচারীরা। পরে ফেলে যাওয়া ককটেল গুলো উদ্ধার করে নিস্কৃয় করে থানা পুলিশ। এ বিষয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা শিকার করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান,  সোমবার দিনগত রাত দশটার দিকে উপজেলার সারদা বাজারে চারঘাট-বানেশ্বর মহাসড়কের পাশে সৈকত স্টুডিও এর কাছে হেলমেট পরিহিত ৬টি মোটর সাইকেল যোগে একদল দুর্বৃত্ত¡ তিনটি ককটেলের বিস্ফোরন ঘটায়। এসময় তারা আরও ৬টি অবিস্ফোরিত ককটেল ফেলে পালিয়ে যায়। এসময় দোকানদারসহ পথচারীরা আতঙ্কিত হয়ে পড়ে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল গুলো উদ্ধার করে তাৎক্ষনিক সময়ে সেগুলোকে নিষ্ক্রীয় করা হয়। এ বিষয়ে মঙ্গলবার সকালে উপজেলার অনুপমপুর গ্রামের জনৈক মিজানুর রহমান বাদী হয়ে চারঘাট-বাঘার সাবেক সাংসদ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে প্রধান করে ১৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ১৫০ জনকে। 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে প্রধান আসামী সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও আরও যাদের আসামী করা হয়েছে তারা হলেন, চারঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন, সাবেক পৌর মেয়র একরামুল হক উল্লেখযোগ্য। আসামীরা পলাতক থাকায় তাদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেফতারে মাঠে রয়েছেন পুলিশ।     


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]