এমনিতেই আর্থিক সংকট অব্যাহত, তার ওপর দেশের সরকার ও সেনা নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে জনগণের। সুদানে বর্তমানে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি চলছে। এই অবস্থায় হামেশাই হামলা চলছে জনবসতিতে। এবার সেই হামলার ভয়াবহ রূপ দেখা গেল সুদানের বাজারে। গত রবিবার গোলাবর্ষণ করা হয় সেন্নার এলাকার এই বাজারে।
আর তাতেই নিহত হয়েছেন কমপক্ষে ২১ জন। আহত কমপক্ষে ৬৭। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার জন্য সরাসরি ব়্যাপিড সাপোর্ট ফোর্সকেই দায়ী করেছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।
যদিও এই হামলার কথা অস্বীকার করেছেন কমান্ড্যার মহম্মদ হামদান ডাগালো। প্রসঙ্গত, সুদানের গৃহযুদ্ধের বিরুদ্ধে লড়াই করে চলেছে ডক্টরস নেটওয়ার্ক। তাঁরা সংগঠিত হয়ে এই উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু গত বছর থেকে লাগাতার এই হামলায় এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এছাড়া অনাহার, কলেরার মতো মহামারী তো লেগেই রয়েছে। সবকিছু মিলিয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে রয়েছে। অন্যদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে জাতিসঙ্ঘ একাধিকবার চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই জাতিসঙ্ঘের আবেদন প্রত্যাখান করেছে সুদানের সামরিক বাহিনী। গত শুক্রবারও জাতিসঙ্ঘ সুদান সরকারকে বৈঠকের আবেদন করেছিল। কিন্তু তা প্রত্যাখান করার একদিনের মধ্যেই এই রক্তাক্ষয়ী হামলা চালানো হয় সুদানে।