রাজশাহীতে ছয়দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ


ইব্রাহিম হোসেন সম্রাট: , আপডেট করা হয়েছে : 08-09-2024

রাজশাহীতে ছয়দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর শালবাগান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা “ননটেক ক্রাফট হটাও, কারিগরি শিক্ষা বাঁচাও” সহ ছয়দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বর্হিঃভূত কোন জনবল থাকতে পারবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে, এবং প্রতি সেমিস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (৬ মাস) করতে হবে। ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দ্রুত অপসারণ করা। পাশাপাশি কারিগরি সেক্টরের সকল শূণ্যপদে কারিগরি জনবল দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন ও সংস্কার করতে হবে এবং উপ সহকারি প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যাতিত অন্য কেহ আবেদন করতে পারবে না এবং উপ সহকারি প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। ৪র্থ শিল্প বিপ্লবের চালেঞ্জ সামনে রেখে দেশে বিদেশের কর্মবাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের কারিকুলাম ঢেলে সাজাতে হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে বিএসসি (পাস) কোর্স সমমানের মর্যাদা প্রদানে সরকারি ঘোষণা দ্রুতবাস্তবায়ন করতে হবে। কর্মসূচিতে সরকারি, বেসরকারি মনোটেকনিক, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভূক্ত শিক্ষার্থীরা মানববন্ধন উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]