রাজশাহীতে ১৫৮টি অস্ত্র জমা দেননি লাইসেন্সধারীরা


স্টাফ রিপোটার: , আপডেট করা হয়েছে : 04-09-2024

রাজশাহীতে ১৫৮টি অস্ত্র জমা দেননি লাইসেন্সধারীরা

রাজশাহী জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেছেন, জেলা পুলিশের কোনো আগ্নেয়াস্ত্র চুরি যায়নি। তবে সাড়ে ছয়শ রাউন্ড গুলি লুট এবং ১১টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজশাহী জেলায় ১৫৮টি অস্ত্র জমা দেননি সংশ্লিষ্ট লাইসেন্সধারীরা। যৌথ বাহিনী পুলিশের লুট হওয়া গুলি, গোলাবারুদ এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি চিহ্নিত অপরাধীদের ধরতে মাঠে নামবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, অনেক পুলিশ অফিসার পালিয়ে গেছেন। যারা আছেন তারা কোনো অপরাধ করেননি। তাদের অভিভাবকের নির্দেশনার অভাব ছিল। তারা এখন সম্পূর্ণ অপারেশনে আছে। কাল-পরশু থেকে টহলসহ সেবা বৃদ্ধি পাবে। সমাজে পুলিশের অভাবে যে চুরি, ডাকাতি ও ছিনতাই আর হবে না। এসময় তিনি আইনশৃঙ্খলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব বিজিবিসহ অনন্য সংস্থার সদস্যরা অভিযানে অংশ নেবে। সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের নির্ধারিত সময় শেষ হয়েছে।

মামলার বিষয়ে পুলিশ সুপার বলেন, বিভিন্ন মামলা থানায় হচ্ছে, সবকটি মামলা খতিয়ে দেখা হচ্ছে। কোনো মামলায় যেন নিরীহ কোনো লোক হয়রানির শিকার না হয়। সেটি লক্ষ্য রেখে কাজ করছে পুলিশ। এছাড়াও থানায় সেবা কার্যক্রম বাড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এসময় রাজশাহীর জেলা পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]